প্রকাশিত: Sun, Mar 5, 2023 4:35 PM
আপডেট: Wed, May 14, 2025 9:01 PM

বরিশালে ৩ শিশুকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ দুই নার্সকে শোকজ

মো. শাহজালাল: গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, শুক্রবার ও শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত তিন শিশুকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেয়া হয়। এর মধ্যে ৯ মাস বয়সী তাসিন বালী ও ১৭ মাস বয়সী সুব্রত কান্তি পাল অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিশুদের চিকিৎসা দিয়েছি। তারা বর্তমানে সুস্থ আছে। তিনি বলেন, বিষয়টি জানার পর দুই নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন- ঝুমা মিস্ত্রী ও কনিকা হালদার।

ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে গাইনী বিশেষজ্ঞ ডা. বিমল বিশ্বাসকে। কমিটির অন্য দুইজন হলেন ডা. মৌলি ও ডা. টিপু সুলতান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব